ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ এপ্রিল বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। এই বৈঠক আগামী ১৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় নির্বাচন ভবনের ৩১৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইতোমধ্যেই বিজি প্রেসের মহাপরিচালককে উপস্থিত থাকার জন্য নির্বাচন কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। সংস্থাটির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠিতে বৈঠকের মূল আলোচ্যসূচি উল্লেখ করা হয়েছে।

বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের জন্য বিভিন্ন নির্বাচনী সামগ্রী মুদ্রণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
এর মধ্যে রয়েছে—নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ; ব্যালট পেপার মুদ্রণের সময় নির্ধারণ; স্থানীয় সরকার নির্বাচনের ব্যালট ছাপানোর পরিকল্পনা এবং এখনও সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
দেশের প্রায় সাড়ে ১২ কোটির বেশি ভোটারের জন্য এই নির্বাচনে বিপুল পরিমাণ কাগজপত্র মুদ্রণ প্রয়োজন হবে। এর মধ্যে ব্যালট পেপার, বিভিন্ন ধরনের ফরম, প্রচারপত্র, আচরণবিধি, প্রশিক্ষণ ম্যানুয়ালসহ গুরুত্বপূর্ণ নথিপত্র অন্তর্ভুক্ত থাকবে। এতে হাজার টনেরও বেশি কাগজের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ বৈঠকে উপস্থিত থাকবেন। ব্যালট পেপার এবং অন্যান্য সামগ্রী মুদ্রণের কাজ যাতে নিরবচ্ছিন্ন ও সময়মতো সম্পন্ন হয়, সে লক্ষ্যে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সময়মতো আয়োজনে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে নানা প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় বিজি প্রেসের সঙ্গে এই বৈঠক আয়োজন একটি বড় ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন: বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক দু’ যুবক, পালিয়েছে তিন চোরাকারবারী
দেখুন: বাংলাদেশে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল: প্রেস সচিব |
ইম/