১৪/০৬/২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব-১৯ ফুটবলারদের বহনকারী বিমান কলকাতা থেকে ঢাকায় অবতরণ করেছে

অবশেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে মঙ্গলবার (২০ মে) বিকেলে বৈরি আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ না করতে পেরে বিমানটি ফিরে যায় কলকাতায়। তার কিছুক্ষণ পর ফের রওনা দিয়ে অবশেষে ঢাকায় অবতরণ করে বিমানটি।

বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) এক বিজ্ঞপ্তিতে জানায়- সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে বাংলাদেশ যুবা দলকে বহনকারী ফ্লাইটটি।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষ করে মঙ্গলবার বেলা ৫টায় দেশে ফেরার কথা ছিল মুর্শেদ-ফয়সালদের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি ঢাকার বিমানবন্দরে প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায়। অবশেষে ফের রওনা দিয়ে বিমানটি অবতরণ করতে পেরেছে ঢাকায়। 

খেলোয়াড়দের নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটির শাহজালাল বিমানবন্দরে অবতরণের খবর নিশ্চিত করেছে বাফুফে। 

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শেষ করে আজ (২০ মে) দেশে ফেরার কথা বাংলাদেশ ফুটবল দলের। তবে বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করতে পারেনি। বিমানটি ফিরে গেছে কলকাতায়।

জানা গেছে, অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলাররা ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ইন্ডিগো এয়ালাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় বিকেল ৫টায় বিমানটির ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে অনেকক্ষণ চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়।

প্রসঙ্গত, গত রোববার ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক দেশটির কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

পড়ুন : ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হারল বাংলাদেশের যুবারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন