১৬/১১/২০২৫, ১৩:১২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১৩:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ আজ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একটি অংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন একটি ছাত্রসংগঠন গঠন করতে যাচ্ছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। সংগঠনটির স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ এবং এটি স্বতন্ত্র থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

নতুন সংগঠনের নেতৃত্ব নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের।

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্রসংগঠন

সংগঠনের সাংগঠনিক কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক পদের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে থাকবেন আশরেফা খাতুন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হবেন রাফিয়া রেহনুমা হৃদি।

নেতারা জানিয়েছেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনা—এসব লক্ষ্য নিয়ে কাজ করবে নতুন সংগঠনটি। নেতা নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কমিটিতে অনার্সে ভর্তির পর সর্বোচ্চ সাত বছর সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিকস’ তৈরি করাও তাদের অন্যতম লক্ষ্য।

নতুন সংগঠনের অন্যতম উদ্যোক্তা আব্দুল কাদের বলেন, ‘আমরা লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে না।’

দেখুন: শুরুতেই কি হোচট খেলো ছাত্রদের নতুন দল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন