32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান রিন্টু গ্রেফতার

বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বরিশাল সদরের সাবেক দু’বারের উপজেলা চেয়ারম্যান এবং বরিশাল চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু (৬০) কে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) রাত ৯:০০ ঘটিকায় খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের ৫ নং রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর দাড়ালো অস্ত্র-সস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নং রোডের ৫৬ নং বাড়ির সিড়িঁতে গুলিবিদ্ধ হন ভিকটিম মোছাঃ মায়া ইসলাম (৫১)। আহত মায়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই ২০২৪ তারিখে মায়া ইসলাম মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত সাইদুর রহমান রিন্টুকে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইদুর রহমান রিন্টুর বিরুদ্ধে খিলগাঁও থানার মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএ/

দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কেন চান না ফখরুল?

আরও: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন