জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের দাদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার আলোয়া খোয়া ইউনিয়ন বামনকুমার গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে সংবাদটি শেয়ার করেছেন সারজিস আলম। ওই পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। আমার প্রিয় দাদা।
এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে প্রায় লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়া জানান। পোস্টের নিচে অনেকেই মন্তব্যও করেছেন। সারজিস আলমের মরহুম দাদার রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।
সারজিসের বাবা আকতারুজ্জামান সাজু বলেন, আমার বাবা অসুস্থ ছিলেন। তার বয়স ৯৪ থেকে ৯৫ হবে। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন।
দেখুন:নরসিংদীর জনসভায় যা বললেন সারজিস |
ইম/