34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে দুই জনের পদত্যাগ

জয়পুরহাটে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকির ও একই পদের আলিফ মন্ডল পদত্যাগ করেছেন।

গত বুধবার (২৬ মার্চ) নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য ২৯৮ জনের জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলার অন্যতম সমন্বয়ক এ এইচ হাসিবুল হক সানজিদকে আহ্বায়ক, এ এস এম মুবাশশির আলী ওরফে শিহাবকে সদস্য সচিব, এহছান আহম্মেদ নাহিদকে মুখ্য সংগঠক ও শাহিনুর আলমকে মুখপাত্র করা হয়েছে।

ইতিমধ্যে তাদের পদত্যাগপত্রটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ। তিনি গণমাধ্যমকে জানান, এখন পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

এনএ/

দেখুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নতুন সংগঠনের ঘোষণা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন