27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

বোর্ড চাইলে অধিনায়ক হতে রাজি মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই ম্যাচ জিতে ভালো অবস্থানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স। দলটির নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক দল থেকে শুরু করে সম্প্রতি জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি, জিতেছেন টেস্টও। মিরাজ জানিয়েছেন, বোর্ডের তরফ থেকে টি টোয়েন্টিতে যদি অধিনায়কত্বের প্রস্তাব পান, সেই সুযোগে ইতিবাচক সাড়া দেবেন তিনি।

ফরম্যাট যত ছোট, অধিনায়কের জন্য সিদ্ধান্ত নেওয়াও কঠিন। টি-টোয়েন্টি ফরম্যাটে পরিকল্পনা করার সময় কম পাওয়া যায়, সিদ্ধান্ত নিতে হয় বেশ দ্রুত।

মিরাজের মতে, এর আগে শান্তর ইনজুরি থাকায় অনেকটা উপস্থিত সিদ্ধান্তে নেতৃত্বের ভার এসে পড়ে তার ওপর। তবে তিনি সেটির যথাযথ সদ্ব্যবহার করেছেন। লিটন দাসও বেশ সফল ছিলেন তার দ্বায়িত্বে। তবে অধিনায়ক হিসেবে নতুন কেউ আসাটা সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। চলতি বিপিএলে দলকে নেতৃত্ব দেবার অভিজ্ঞতা পরবর্তীতে ইতিবাচকভাবেই কাজে লাগবে বলেও জানান মিরাজ।

এদিকে, টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বে নাজমুল হোসেন শান্তকে আপাতত আর না দেখার সম্ভাবনাই বেশি। শান্তর জায়গায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নেতৃত্ব দিয়ে হোয়াইটওয়াশ করা লিটন দাসের সঙ্গে অধিনায়ক হিসেবে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে মিরাজেরও নাম।

তবে বিসিবি সভাপতির মুখে দলের নেতৃত্ব ইস্যুতে মিরাজের নাম শোনা গেলেও, এখনো পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার কোনো প্রস্তাব মিরাজ পাননি।

উল্লেখ্য, চলতি বছর ব্যাট-বলে বেশ সফল ছিলেন মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে হাজার রানের পাশাপাশি ৩০ উইকেট নেয়া একমাত্র অলরাউন্ডার ছিলেন তিনিই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন