25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

জ্যামাইকা টেস্ট

৪৭ বছরে সবচেয়ে কিপটে বোলিং, ম্যাচের নিয়ন্ত্রণে ক্যারিবীয়রা

বোলিং-ব্যাটিং দুই দিকেই হতাশ করল বাংলাদেশ৪৭ বছরে সবচেয়ে কিপটে বোলিং

সিরিজের প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। নেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা। তবে ক্যারিবিয়ান মাটিতে দেখার মতো প্রতিরোধও গড়তে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩০ ওভার। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে দিয়ে উল্টো ব্যাকফুটে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি লিটন-জাকের মুমিনুলরা। মাত্র ১৬৪ রানে অলআউট হবার পর বোলিংয়েও নেই বৈচিত্রতা। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭০ রান।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দলীয় রান শতক ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন বাংলাদেশের ছয় ব্যাটার। সেখান থেকে দলের সংগ্রহ পার হয়েছে দেড়শ’র ঘর। টেলএন্ডারদের নিয়ে বাংলাদেশের ভরসা হয়ে ক্রিজে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটে প্রথম ইনিংসে লড়ার মতো রান তোলার আশা দেখছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যক্তিগত ৩৬ রানে দলের নবম ব্যাটার হিসেবে মিরাজ বিদায় নিলে সেই স্বপ্ন ফিকে হয়। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৭১.৫ ওভারে বাংলাদেশ থামে ১৬৪ রানে।

৪৭ বছরে সবচেয়ে কিপটে বোলিং

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে সাজঘরে ফেরেন লুইস। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২ রান। দ্বিতীয় উইকেট ‍জুটিতে আর কোনো ভুল করেনি ক্যারিবীয়রা। অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ও কিচি কার্টি দিনের বাকিটা সময় পার করেন নির্বিঘ্নে। এই জুটি অবিচ্ছিন্ন আছে ৪৫ রানে। ২৪ ওভার ব্যাট করেছেন দুজন মিলে। 

ম্যাচে স্বাগতিকরা ৯৪ রান পিছিয়ে থাকলেও তাদের হাতে আছে ৯ উইকেট। ১১৫ বলে ৩৩ রানে অপরাজিত আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ৬০ বলে ১৯ রান করেছেন ক্যাসি কার্টি। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন নাহিদ রানা।

দেখুন: চলে গেলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন