26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

পাকিস্তানের ছন্দহীন বোলিংই জয়ের আশা দেখাচ্ছে বাংলাদেশকে

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দুই দলেরই বেজেছে বিদায় ঘণ্টা। নিয়মরক্ষার ম্যাচে কাল বিকেল তিনটায় মুখোমুখি হবে পাকিস্তান-বাংলাদেশ। শেষটা রাঙানোর দারুণ সুযোগ টাইগারদের সামনে। পাকিস্তানের দুর্বলতাকে কাজে লাগাতে পারলে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতি টানতে পারবে নাজমুল হোসেন শান্তর দল।

ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান-বাংলাদেশ দুই দলই পার করছে বাজে সময়। শেষ পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের জয় কেবল একটি। অন্যদিকে, নিজেদের ফেভারিট ফরম্যাটে শেষ পাঁচ ম্যাচের একটিও জিততে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে দুই দলকে সমমানের বললে মোটেও ভুল হবে না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে ভোগাচ্ছে বোলাররা। অন্যদিকে, টাইগারদের বোলিং ভালো হলেও ব্যাটারদের দায়িত্বহীনতা ডুবিয়েছে বাংলাদেশকে। তবে, নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের দুর্বলতাকে কাজে লাগাতে পারলে জয় অসম্ভব কিছু নয় শান্ত-মিরাজদের জন্য।

শেষ পাঁচ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রতিপক্ষের ব্যাটাররা তিনশোর বেশি রান করেছে তিনবার। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুশদিলরা যে বল হাতে কঠিন সময় পার করছে তা বলার অপেক্ষা রাখে না। পাক বোলারদের এমন ছন্দহীন বোলিং নিঃসন্দেহে স্বস্তি দেবে টাইগার ব্যাটারদের।

শেষ পাঁচ ম্যাচে বল হাতে বেশ খরুচে আফ্রিদি। প্রতি ম্যাচে প্রায় ৬৮ গড়ে দিয়েছেন ৩৪১ রান। একই দশা আরেক পেসার নাসিম শাহরও। প্রতি ম্যাচে ৫৬ গড়ে শেষ  পাঁচ ওয়ানডেতে এই পাক পেসার দিয়েছেন ২৮১ রান। বাকি বোলারদের অবস্থাও বিশেষ সুবিধার না।

শেষ ম্যাচে বাংলাদেশকে জিততে হলে পাকিস্তানের এই বোলিং দুর্বলতাকেই কাজে লাগাতে হবে। আর সেক্ষেত্রে শান্ত, তানজিদ তামিম, মিরাজ, মুশফিকদের তুলোধুনো করতে হবে পাক বোলারদের। পুরো আসরেই ব্যর্থ টাইগার ব্যাটাররা শেষ ম্যাচে ছন্দহীন পাক বোলারদের বিপক্ষে পারবেন কি জ্বলে উঠতে?

এনএ/

দেখুন: ‘আফগানিস্তানের বোলিং ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ হতে পারে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন