রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতারা এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রার্থনা হলে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন ড. ইউনূস। তিনি বলেন, “অতি প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের বিহারগুলো শুধু ধর্মচর্চার ক্ষেত্র নয়, জ্ঞান ও শিক্ষা বিস্তারের প্রাণকেন্দ্র ছিল। এ বিহারগুলোই আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন।”
তিনি আরও বলেন, “প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষু ও শিক্ষার্থীরা এখানে এসে শিক্ষালাভ করতেন এবং মহামানব গৌতম বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেন। এই বিহারগুলো শুধু ধর্মীয় চর্চা নয়, সমাজকল্যাণ ও মানবিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”

অনুষ্ঠানে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকাণ্ড এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষায় সম্প্রীতি ভবনের ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরা হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিহারটি দেশে বৌদ্ধ ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় সম্প্রীতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে।
এই ভবনের নির্মাণের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।
পড়ুন: আমাদের হিন্দু-মুসলমান–খ্রিষ্ট্রান সব ভাই-বোনেরা এক সঙ্গে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেখুন: আদি মিয়ানমারের ১৭ রাজার মুসলিম নাম! |
ইম/