ব্যতিক্রমী আয়োজনে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে- এই স্লোগানে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা পরিচ্ছন্নতা করেছে, শতাধিক স্বেচ্ছাসেবক।
বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের আয়োজনে শনিবার সকাল ১১টায় কুয়াকাটা জিরো পয়েন্টে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোদন করেন।

আয়োজনে বরিশাল বিভাগীয় টিম
সকালে পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্টে, বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের আয়োজনে, এ অভিযান শুরু হয়। উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে থেকে শুরু করে, তালতলা ও জিরো পয়েন্ট এলাকার সবগুলো স্পট পরিষ্কার করা হয়। সহযোগিতায় ছিলেন ট্যুর গাইড, কুয়াকাটা প্রেসক্লাবসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

বিডিক্লিন বরিশাল বিভাগীয় টিমের সাথে সৈকতকে পরিষ্কার করতে বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া সহ বিভিন্ন স্থানের স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কারে আমরা বদ্ধপরিকর। বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের সহযোগীতায় আমরা আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার করছি। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সকল সহযোগিতায় প্রস্তুত।
এনএ/