বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার জামালপুরের ইসলামপুরে বড় পর্দায় সম্প্রচারের মাধ্যমে দেখেছেন স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে এ ব্যতিক্রমী আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনায় আয়োজিত এই প্রদর্শনীতে নেতৃত্ব দেন ইসলামপুর পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রত্যাশী ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান। এ সময় তিনি বলেন,তারেক রহমানের বক্তব্যে গণতন্ত্র, ভোটের অধিকার ও জনগণের ভবিষ্যত্ নিয়ে যে ভাবনা উঠে এসেছে, তা শুধু বিএনপির নয়—সমগ্র জনগণের ভাষা। তাঁর যুক্তিনির্ভর বক্তব্য আমাদের আন্দোলনের পথ দেখিয়েছে।”
নোমান আরও বলেন,“রাজনীতিতে সহিংসতা নয়—সংগঠন ও যুক্তির পথে চলার যে দিকনির্দেশনা তারেক রহমান দিয়েছেন, তা একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্নের প্রতিফলন।”
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-কোষাধ্যক্ষ আজগর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী, সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ, মিতুলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানান, বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য সরাসরি শুনে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। বিশেষ করে গণতন্ত্র, নির্বাচন ও জনগণের অধিকার নিয়ে তাঁর যে স্পষ্ট বার্তা—তা স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের জনসম্পৃক্ত আয়োজন আমাদের রাজনৈতিক সচেতনতা বাড়ায়। আমরা গর্বিত যে এমন একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরেছি।
পড়ুন : জামালপুরে ৭০ পরিবার পেল টিউবওয়েল, নিরাপদ পানিতে মিলছে স্বস্তি


