১৫/১১/২০২৫, ২০:৪৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে নিত্যপণ্যের দাম কমছে না: অর্থ উপদেষ্টা

ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরাকরি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

কখনও পেঁয়াজ-মরিচসহ অন্যান্য মসলা, কখনও চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের উচ্চমূল্য বছরজুড়েই চাপে রাখে ভোক্তাকে। সরকারের বহুমুখী চেষ্টার পরও বাজার দর নামেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। কেন সফল হয়নি সরকার? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের অসহযোগিতাই বড় কারণ।

দাম নিয়ন্ত্রণে সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে জোনিয়ে তিনি বলেন, বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে, সেজন্য থাইল্যান্ড-ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল।

ফেব্রুয়ারির নির্বাচনের আগে কী পরিমাণ পাচার হওয়া অর্থ ফেরত আসবে- এসময় সেই অগ্রগতির কথাও জানান। সেইসঙ্গে রাজনৈতিক সরকারও পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া অব্যহত রাখতে বাধ্য বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

বিজ্ঞাপন

পড়ুন: বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের তুলনায় উন্নত হয়েছে : অর্থ উপদেষ্টা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন