১৪/০৬/২০২৫, ১৩:০০ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:০০ অপরাহ্ণ

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। চাঁদা না দিলে ওই ব্যবসায়ীর দোকান ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ওই নেতা।

এমন অভিযোগ ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মো. সোহেল রানা নামে এক ব্যবসায়ী। তিনি উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম জুবায়ের আহমেদ শাকিব (২৮)। তিনি উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। শাকিব উপজেলার কাশিপুর গ্রামের মো. দিলোয়ার হোসেনের ছেলে।

অন্যরা অভিযুক্তরা হলো- একই উপজেলার কাশিপুর গ্রামের মো. আরিফ (৩০), মো. বাবলু মিয়া (৩৫), মো. দিলোয়ার হোসেন (৫৮), মো. নান্টু মিয়া (২৪) ও বায়জিদ (১৮)।

শুক্রবার (২ মেয়) মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত বৃহস্পতিবার বিকালে থানায় অভিযোগ করেন সোহেল রানা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর বাজারে একটি মনোহারী দোকান ও একটি রাইসমিল রয়েছে সোহেল রানার। গত ৫ আগস্টের পর থেকে স্থানীয় ছাত্রদল নেতার শাকিব তার লোকজন নিয়ে গিয়ে সোহেল রানার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সর্বশেষ গত ৩০ এপ্রিল সন্ধ্যায় শাকিব তার সঙ্গীদের নিয়ে সোহেল রানার দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল রানার গলায় ছুরি ঠেকিয়ে হুমকি দিয়ে তারা বলেন, আগামী দুই দিনের মধ্যে টাকা না দিলে তোর দোকানটি ভেঙ্গে ফেলব।

এছাড়া সময় সুযোগ মতো পাইলে খুন করে লাশ গুম দিয়ে হুমকি দিয়ে তারা চলে যায়। এ ঘটনায় পরদিন থানায় লিখিত অভিযোগ দেন সোহেল রানা। এতে শাকিবসহ ৬ জনের নাম উল্লেখ করেন তিনি।

অভিযোগকারী ব্যবসায়ী সোহেল রানা বলেন, শাকিব গত বছরের ৫ আগস্টের পর থেকে নানা ধরণের হুমকি ধমকিসহ আমার কাছে চাঁদা দাবি করে আসছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ড করে চলছে। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট। গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শাকিব তার সঙ্গীদের নিয়ে আমার দোকানে এসে গলায় ছুরি ঠেকিয়ে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় হুমকি দিয়ে বলে যায় আগামী দুই দিনের মধ্যে টাকা না দিলে মেরে ফেলবে। এসময় দোকানে এলাকার অনেক লোক বসা ছিল। তাদের সামনেই এমন কাজ করেছে। এখন ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। শেষে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন বলেন, ঘটনাস্থল আমার বাড়ি থেকে কিছুটা দূরে। তবে এলাকার লোকজনের মাধ্যমে ঘটনাটি শুনেছি।

ভুক্তভোগীরাও ঘটনাটি জানিয়েছেন। ঘটনার সত্য মিথ্যা জানি না। যেহেতু থানায় অভিযোগ দিয়েছে, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে আশা করছি। সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এতে এলাকায় এমন ঘটনা আর ঘটবে না।

তবে জুবায়ের আহমেদ শাকিব তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসবের কিছুই জানি না। আমি ওইদিন ঢাকায় ছিলাম। আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, অভিযোগ তদন্ত করার জন্য থানার একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক গ্রেফতার

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন