২১/০৬/২০২৫, ২৩:২১ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:২১ অপরাহ্ণ

আমের বহুমুখী ব্যবহার নিয়ে কোনো সরকারই পদক্ষেপ নেয়নি: নুরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ৫৪ বছর হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে অথচ খুবই হতাশাজনক যে, আমের বহুমুখী ব্যবহার, আমের প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন, ব্যবস্থাপনা, বিদেশে আম রফতানির জন্য কোনো সরকারই পদক্ষেপ গ্রহণ করেনি। গত ৫৪ বছরে দেশের বিশাল সম্ভাবনাময় আম সম্পদের উন্নয়নে সরকার, স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি কোনো দিক থেকে পদক্ষেপ নেয়া হয়নি।

আজ শুক্রবার (২৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল মিলনায়তনে যুব কর্মসংস্থান ও আম রফতানি শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এ সময় নুরুল ইসলাম বুলবুল বলেন, নতুন নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে একটি আম প্রদর্শন মেলার আয়োজন করার পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনা সহজ করে বাজারজাতের মাধ্যমে আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। প্রতি বছর দেশে ২৫ লাখ মেট্রিক টন আম উৎপাদনের মধ্যে মাত্র সর্বোচ্চ ১০ হাজার মেট্রিক টন আম রফতানি হয়েছে। অবশিষ্ট আম পরিকল্পিত পদক্ষেপের অভাবে নষ্ট হচ্ছে। উৎপাদিত আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানান তিনি।
 
তিনি আরও বলেন, আমকে শিল্পে রূপ দিতে হবে। আম থেকে জুস, আচারসহ বহুবিধ প্রক্রিয়াজাত পণ্য হিসেবে ব্যবহার করে পুরো বছর জুড়ে আমের ব্যবহারের মাধ্যমে আমকে শিল্পে রূপ দেয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জে একটি আম গবেষণা কেন্দ্র থাকলেও খুবই হতাশাজনক বিষয় হচ্ছে এই গবেষণা কেন্দ্র আমকে শিল্পে রূপ দেয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
 
আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ইন্ডাস্ট্রি গড়ে তোলার আশ্বাস দিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে।
 
চাঁপাইনবাবগঞ্জকে ম্যাংগো ফাউন্ডেশনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম যুব কর্মসংস্থান ও আম রফতানি শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। কৃষক ও উদ্যোক্তাকে একই প্লাটফর্মে এনে মধ্যস্বত্তভোগীদের হাত থেকে রক্ষা করে কৃষকদের লাভবান করতে ‘চাঁপাইনবাবগঞ্জের আম, বিশ্বের দ্বারে’ এই স্লোগানে সেমিনারের আয়োজন করে সংগঠনটি।
 
দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে আম গবেষক, রফতানিকারক ও উদ্যোক্তারা ডিজিটাল মার্কেটিং, আম প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও রফতানি নিয়ে আলোচনা করেন। সেমিনারে প্রায় ৪ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
 
এসময় বক্তব্য রাখেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, শিবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীবসহ অন্যান্যরা।

এনএ/

দেখুন: চাঁদের মাটি ব্যবহার করে সেখানেই ঘাঁটি গড়তে চায় চীন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন