34 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ব্যাংককে ড. ইউনূস–নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না।

শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক হবে সেটি।

দ্বিপক্ষীয় বৈঠক না হলেও ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে মোদির কিছু সময়ের জন্য সৌজন্য সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে সরকারি বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে একই সম্মেলনে অংশ নেয়ায় দুই নেতার মধ্যে অবশ্যই সৌজন্য বিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে, যদিও তা হবে অনানুষ্ঠানিক।

ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও এর মাঝে সরাসরি সাক্ষাৎ হয়নি এই দুই নেতার। যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ২-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমসটেক সম্মেলন। প্রথম সম্মেলনের ২১ বছর পর ফের থাইল্যান্ডে হচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী এ অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক।

পড়ুন : ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন