27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্প এলাকায় আজ শনিবার (২৯ মার্চ) ব্যাংকের শাখাগুলো খোলা রাখা হয়েছে।

এর আগে, শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় ব্যাংক খোলা ছিল। তবে লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, আর বাকি সময় লেনদেন-পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার শিল্প এলাকার ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। যার মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে। এসব শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম অনুযায়ী ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত সোমবার (২৪ মার্চ) কিছু ব্যাংক শাখা খোলা রাখার বিষয়ে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। 

এতে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা রাখতে হবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার।

এনএ/

দেখুন: কিভাবে এত টাকা আয় বাংলাদেশ ব্যাংকের?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন