আড়াই বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন। ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে, এবং ১৪ মে প্রকাশ পেয়েছে এর ফাস্টলুক ও পোস্টার।
নতুন সিজনের ফাস্টলুক ও পোস্টারে আগের সিজনের পরিচিত অভিনয়শিল্পী শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলমকে দেখা গেছে। তবে এবার নতুন চমক হিসেবে থাকছে একটি রহস্যময় ভূত, যার পরিচয় এখনো প্রকাশ করেননি নির্মাতা কাজল আরেফিন অমি।
দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর কেন এত দেরিতে আসছে ‘সিজন-৫’? নির্মাতা কাজল আরেফিন অমি জানান, তিনি প্রতিটি সিজনে নতুনত্ব আনতে চান, তাই সময় নিয়ে পরিকল্পনা করেন। দ্রুত নতুন সিজন তৈরি করা সম্ভব হলেও তিনি চান দর্শকদের ভিন্ন স্বাদ দিতে, যা পর্যালোচনা ও গবেষণার মাধ্যমে উপস্থাপন করা হয়।
২০১৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। মেসে বসবাসকারী কয়েকজন ব্যাচেলরের জীবনের হাস্যরসাত্মক গল্প নিয়ে তৈরি এই নাটক দর্শকদের মন জয় করেছে। যদিও নাটকের কিছু সংলাপ বিতর্কিত হয়েছে, তবে বেশ কিছু চরিত্রও বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
নাটকের বিভিন্ন সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিনসহ আরও অনেক তারকা।
২০২২ সালের শেষ দিকে প্রচারিত হয়েছিল ধারাবাহিকটির চতুর্থ সিজন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এবার দেখা যাক ‘সিজন-৫’ দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে!
এনএ/