23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ঈদে আসছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

ঈদে আসছে জনপ্রিয় পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। এই সিনেমা ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত।

এই চলচ্চিত্রে উঠে এসেছে করোনা-পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার বিষয়টি। জীবনের মূল্য যে অপরিসীম, সেই বোধ করোনা সময়কালে মানুষের মাঝে গভীরভাবে কাজ করেছে। সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া কিছু ব্যাচেলর গ্রুপের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শান্তা পল, শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক প্রমুখ।

এই সিনেমা ‘ব্যাচেলর ইন ট্রিপ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের।

নিজের চরিত্র সম্পর্কে শান্তা বলেন, ‘এই সিনেমায় আমি একজন প্রাণোচ্ছল মেয়ের চরিত্রে অভিনয় করেছি, যে ঘুরতে খুব পছন্দ করে। করোনার সময় তার সেই ইচ্ছা বাধাগ্রস্ত হয়, তবে করোনার পর সে তার ব্যাচেলর বন্ধুদের সঙ্গে বেড়াতে যায়। ট্রিপের সময় সে এক শখের গোয়েন্দার প্রেমে পড়ে, কিন্তু ছেলেটি তার ঘনিষ্ঠ বান্ধবীর ক্রাশ হওয়ায় মনের কথা প্রকাশ করতে পারে না। তবে তার আচরণে পরিবর্তনটা ধরা পড়ে, যা চরিত্রটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে।’

তিনি বলেন, ‘চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগলেই আমার সফলতা।’

এছাড়াও, নাসিম সাহনিক তার চলচ্চিত্র সম্পর্কে জানান, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলচ্চিত্রটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চলচ্চিত্রটি আনকাট সার্টিফিকেট পেয়েছে।’

তিনি বলেন, ‘আমার সিনেমার গল্পই হচ্ছে প্রধান শক্তি। এজন্যই আমি এত সিনেমার ভিড়ে আমার ব্যাচেলর ইন ট্রিপ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আর মজার বিষয় হচ্ছে, সিনেমায় বড় তারকা না থাকলেও প্রত্যেক শিল্পী তাদের জায়গা থেকে বড় তারকা। তাদের নিজস্ব ফ্যানবেজ আছে। তাই আমি আশা করছি দর্শকরা হলে এসে এই সিনেমাটি দেখবেন। বাকিটা সিনেমা মুক্তির পর বোঝা যাবে। কিছুদিনের মধ্যেই আমরা এটি নিয়ে প্রচারণায় নামব। প্রচারণা নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে এবং দর্শকদের বলব শুধু আমার সিনেমা নয়, সবার সিনেমা দেখতেই আপনারা হলে আসুন। কারণ একজন পরিচালক অনেক কষ্ট করে তার সিনেমাটি নির্মাণ করেন।’

এখন সবাই অপেক্ষায় করছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমা মুক্তি পাওয়ার।

এনএ/

দেখুন: ব্যাচেলর প্যাকের পর আরও নতুন চমক নিয়ে আসছে স্বপ্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন