31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

ব্যাটারিচালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা

ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে স্থিতাবস্তা দিয়েছেন চেম্বার আদালত।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে আন্দোলনরত ব্যাটারিচালিত অটোচালক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় তিনি বলেন, আপনাদের বিষয়টির কাগজপত্র প্রস্তুত হচ্ছে। বিকালেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপির হেডকোয়ার্টারে ব্যাটারিচালিত চালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

আগারগাঁওয়ে ব্যাটারি রিকশাচালকদের সড়ক অবরোধ
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটো চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত অটো চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন ব্যাটারিচালিত অটোচালকরা।

দেখুন: ঢাকা শহরের রিকশা চালকদের কষ্টের জীবনগাথা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন