সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল।
আজ সোমবার (১৯ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগাররা প্রতিপক্ষের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়।
ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের।
প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন এই তরুণ বাঁ-হাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন লিটন কুমার দাস।
তবে ফিফটি পূর্ণ করলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। ৩৩ বলে ৫৯ রান করে ক্যাচ আউট হন তিনি। লিটনও ভালো শুরু করলেও ফিফটি করতে ব্যর্থ হন। ৩২ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
দলের হাল ধরার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত ১৯ বলে ২৭ রান করে আউট হয়ে যান। অপরদিকে হৃদয় বেশ কিছুক্ষণ টিকে থাকলেও ২৪ বলে ৪৫ রান করে উইকেট হারান।
পঞ্চম উইকেটে জাকের আলীও দ্রুত রান তুলতে থাকেন, তবে তিনি মাত্র ৬ বলে ১৮ রান করে ক্যাচ আউট হন। শেষদিকে শামীম হোসেনের ৬ রান ও রিশাদের ২ রানে ভর করে বাংলাদেশ দল ২০৫ রানের বড় সংগ্রহ গড়ে।
আমিরাতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ, যিনি তিনটি উইকেট শিকার করেন। সগীর খানও গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন।
এনএ/