সাধারণত ব্রাইডাল মেকওভারে প্রায়ই নিজেকে ধরা দেন অপু। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অপু বিশ্বাস। যেখানে নায়িকার চমৎকার বধূবেশের সাজসজ্জা নাড়া দিয়েছে ভক্তদের মনে।
অপু বিশ্বাসের নিত্য নতুন ফ্যাশন সেন্স বরাবরের মতোই নতুন রূপে উপস্থাপন করে নায়িকাকে। এর আগেও বহুবার ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন অপু। তবে এবারের ব্রাইডাল মেকওভারে অপুকে দেখা গেল ওয়েস্টার্ন লুকে, এক রাজকীয় আবহে। এদিন অপুর পরনে সাদা-সিলভার টোনের গাউন, বেশ খানিকটা মেকআপ ও অল্প কিছু অলংকার।
নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই নায়িকার চোখে মুখে ফুটে ওঠে সৌন্দর্য। তবে মন্তব্য ঘরে বরাবরের মতো মুগ্ধতা ছড়াতে ভোলেননি তার ভক্তরা। তাদের একজনের মন্তব্য এমন- নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।
পড়ুন: এবার শাকিব খানের প্রশংসায় মাতলেন অপু বিশ্বাস
দেখুন: অপু বিশ্বাস-নুসরাত ফারিয়া-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
এস