উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে কোপা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু এতে ৪-২ গোলের ব্যবধানে হেরে যায় ব্রাজিল। অপরদিকে এই জয়ের ফলে উরুগুয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করলো।
আজ রবিবার লাস ভেগাসে লাতিন ফুটবলে ভক্তরা যেমন ছন্দময় ও সাজানো-গোছানো খেলা আশা করেছিলেন, নাম-গন্ধও ছিল আজকের ব্রাজিল-উরুগুয়ের প্রথমার্ধের খেলায়। ম্যাচে ছিল ফাউলের ছড়াছড়ি, তার সঙ্গে সমানতালে চলছিল মারামারির মহড়া। কিছু আক্রমণ হলেও গোল করতে পারেনি কেউ। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। ৫৩ মিনিটেই দুইবার গোল করার চেষ্টা চালায় তারা। প্রথমটি রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা। পরেরটি চলে যায় গোলবারের বাইরে দিয়ে। ৬৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুকাস পাকেতার একটি আক্রমণ ব্লক করে দেয় উরুগুয়ের রক্ষণভাগ।
৭২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে বাজে ফাউল করে লালকার্ড দেখেছেন উরুগুয়ে ডিফেন্ডার। উরুগুয়ের অর্ধে বল নিয়ে আক্রণে যাচ্ছিলেন রদ্রিগো। এমন সময় পেছন থেকে এসে রদ্রিগোকে থামানোর জন্য পায়ের আক্রমণ করেন নন্দেজ। এতে প্রথমে তাকে হলুদকার্ড, পরে ভিএআর দেখে লালকার্ড দেখানের সিদ্ধান্ত নেন রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে।
তবুও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। গোলশূণ্য শেষ হয় খেলাটি। খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ব্রাজিলের মিলিতাও আর ডগলাস লুইস শট মিস করলে ৪-২ ব্যবধানে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয় সেলেসাওদের।