28.4 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার ভোরে দেশটির মিনাস গেরাইস রাজ্যের তিওফিলো ওতোনি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি সাও পাওলো থেকে রওনা হয়েছিল। পথে টায়ার বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারান চালাক। এ সময় ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ জনকে টিওফিলো ওটোনি শহরের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে।

পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। সড়ক থেকে বাসের ধ্বংসাবশেষ সরাতে ক্রেনের প্রয়োজন হয়েছে।

দেশটির গভর্নর রোমিউ জেমা সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে লিখেছেন, তিনি মিনাস গেরাইস সরকারকে বেঁচে যাওয়া ও ক্ষতিগ্রস্থদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, যে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে সেটি ২০২৩ সালে দেশের সবচেয়ে প্রাণঘাতী সড়ক ছিল। গতবছর এখানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৫৯ জন নিহত হয়েছেন।

ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

টিএ/

দেখুন: ব্রাজিলে তিতেকে মারধর! ছিনতাই না কি বিশ্বকাপে ব্যর্থতা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন