১৩/০৬/২০২৫, ১৪:০২ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৪:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগররে লিচুর বিচি গলায় আটকে আবুবক্কর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে শনিবার সকালে এই ঘটনা ঘটে। আবুবক্কর উপজেলার বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। ঘটনার সময় সে তার নানার বাড়িতে ভৈরবনগর বেড়াতে গিয়েছিল।

নিহতের পিতা তারেক জিয়া ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নিহত শিশু আবু বক্কর গত বৃহস্পতিবার ভৈরবনগর মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যান। আজ সকালে নানা বাজার থেকে সকালে লিচু নিয়ে আসে, খেলাধুলার ফাঁকে এক পর্যায়ে আবুবক্কর লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী এম্বুলেন্সে ডাকাতি

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন