ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ডাকাতি ও হত্যা মামলার আসামি সামির খান (২৫) নামে এক হাজতি মারা গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে।
কারা সূত্র জানায়, ডাকাতি ও হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গত ১৯ জুন পুলিশ তাকে আটক করে কারাগারে প্রেরণ করে। গত বৃহস্পতিবার বিকেলে তার হঠাৎ প্রচণ্ড জ্বর ও রক্তচাপ কমে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন : কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামী একবছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আটক


