ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্চলাইটের সুইচ চাপতেই ভয়াবহ বিষ্ফোণে গুরুতর আহত হয়েছেন আফরোজ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত আফরোজ ভূইঁয়া চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের কুটপি পাড়ার প্রয়াত শামসুল হক ভ‚ইঁয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাতলপাড় ফাঁড়ি পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই রফিুকল ইসলাম।এই অস্বাভাবিক ঘটনায় ভুক্তভোগীর পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত প্রায় সোয়া ১২টার দিকে নিজ বাড়িতে গরুর গোয়ালের সামনে বড়ই গাছের ডালপালা ও একটি কালো টর্চলাইট দেখতে পান। এরপর কুড়িয়ে টর্চলাইটটি হাতে নিয়ে সুইচ চাপ দিতেই ভয়াবহ বিষ্ফোরণ ঘটে। এ সময় তার ডান হাতের কবজির নিচের ও ডান উরুর মাংস ছিটকে যায়।
পরে স্থানীয় ও পরিবারের সহযোগীতায় উদ্ধার করে রাত দুইটার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা করাতে পরামর্শ দেন। রাতেই তাকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নিভির পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন।
ভুক্তভোগী আফরোজ দাবি করেন বলেন, শুক্রবার রাতে আমি স্থানীয় বাজারে বসে কথা বলছিলাম। তখন চার-পাঁচ জন লোক আমায় ফলো করছিলো। বাড়িতে যাওয়ার পরই গরুর গোয়ালের সামনে বড়ই গাছের ডাল ও টর্চলাইটটি পড়ে থাকতে দেখে হাতে নেই। সুইচে চাপ দিতেই বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে।
চাতলপাড় ফাঁড়ি পুলিশের তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কি থেকে এই বিষ্ফোরণ থেকে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটা এখনই বলা যাচ্ছে না। ফরেনসিক রিপোর্ট এর পর প্রকৃত তথ্য জানা যাবে।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
দেখুন: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আবারও বেপরোয়া বিএসএফ
এস