১৩/০৬/২০২৫, ১৩:৫৫ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনের শঙ্কায় লাঠি নিয়ে পাহারায় গ্রামবাসী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির সাথে সীমান্তে পাহারায় ছিল গ্রামবাসী।

আজ শুক্রবার (১৬ মে) ভোর সাড়ে ৩টা থেকে বিজিবির বিজয়নগরের বিষ্ণুপুর বিওপি, সিঙ্গারবিল বিওপির অধিনস্থ নয়াবাদী ও নলগড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, বিবিসির সংবাদ অনুযায়ী ভারতের আগরতলায় মানুষ নিয়ে আসা হয়েছে বাংলাদেশে পুশইন করাতে। যেহেতু আমাদের সীমান্ত কাছাকাছি তাই পুশইন হতে পারে এমন শঙ্কা ছিল। আমাদের টহল জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আমরা পুশইন কোন ভাবেই করতে দিব না। স্থানীয় জনগণ নিজ উৎসাহে সীমান্তে পাহারায় অংশগ্রহণ করেছিলেন। সবাই সারারাত সতর্ক ছিলেন। আমাদের টহলের সাথে সাধারণ জনগণ অংশগ্রহণ করেছিলেন। তবে পুশইন করা হয়েছে এমন কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

এনএ/

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন