ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। তবে ডাকাতির ঘটনা স্বীকার করলেও বিস্তারিত শুক্রবার সকাল পর্যন্ত বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীরা জানান, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী নামে এক বৃদ্ধ ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে নিজ বাড়িতে লাশবাহী এম্বুলেন্সে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এম্বুলেন্সটি আসলে আগ থেকে উৎ পেতে থাকা সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। ডাকাত দল এম্বুলেন্স ভাঙচুর করে মরদেহের সাথে থাকা নারীসহ ৯জনকে পিটিয়ে আহত করে। তাদের ব্যবহৃত ১০টি মুঠোফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদল মরদেহেও আঘাত করে।
মৃত ছবদর আলীর ছেলে পূর্বভাগ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, টাকা পয়সা ও মোবাইল নিছে দু:খ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের উপর হামলা করেছে ডাকাতরা। এটা কোন ভাবেই মেনে নিতে পারছিনা।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার কি কি নিয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটি অপরাধ প্রবণ এলাকা। অনেকদিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।
এনএ/