০৮/১১/২০২৫, ০:০৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে রানি মুখার্জি, চলচ্চিত্রের জন্য সুখবর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার (৮ অক্তোবর) মুম্বাইয়ে এসে ঘোষণা দিয়েছেন, বলিউড আবার ফিরেছে ব্রিটেনে। একই সঙ্গে ইয়াশ রাজ ফিল্মস ঘোষণা করেছে যে তারা ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে তিনটি বড় বাজেটের বলিউড সিনেমা শুট করবে, যা দুই দেশের চলচ্চিত্র শিল্পের মধ্যে নতুন সহযোগিতার যুগ সূচনা করবে।

ডেডলাইনের প্রতিবদে জানা যায় এই ঘোষণা আসে স্টারমারের নেতৃত্বে এক বাণিজ্য সফরের সময়। এই সফরে ১০০-রও বেশি ব্রিটিশ উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন প্রখ্যাত নির্মাতা গুরিন্দর চাডা, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের গভর্নর মনিকা চাডা ও অ্যান্ড্রু স্মিথ, যিনি পাইনেরউড স্টুডিওর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টরও। আর এই সফরে এসে কিয়ার স্টারমার মুম্বাইয়ের ইয়াশ রাজ ফিল্মসের স্টুডিও পরিদর্শন করেছেন এ সময় তিনি বলিউড তারকা ও যশ রাজ পরিবারের সদস্য রানি মুখার্জির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে রানীর সাক্ষাতের বিভিন্ন ছবি ভাইরাল।

বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে এই সফরে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ও ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, ইয়াশ রাজ ফিল্মসের তিনটি নতুন প্রজেক্ট যুক্তরাজ্যে ৩,০০০-এরও বেশি কর্মসংস্থান তৈরি করবে এবং এটি দেশটির অর্থনীতিতে আবদান রাখবে।

কিয়ার স্টারমার বলেন, বলিউড ফিরেছে ব্রিটেনে এটি কেবল বিনোদন নয়, এটি কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এই অংশীদারিত্ব আমাদের বাণিজ্য চুক্তির সাফল্যের প্রতীক, যা প্রবৃদ্ধি বাড়াবে ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, যুক্তরাজ্য আমাদের হৃদয়ের খুব কাছের দেশ। আমাদের অনেক আইকনিক সিনেমা, বিশেষ করে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে এখানেই শুট করা হয়েছিল। সেই সিনেমার ৩০ বছর পূর্তিতে আবারও ব্রিটেনে ফিরতে পারা আমাদের জন্য গর্বের।

ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী বেন রবার্টস বলেন, আমাদের দুই সরকারের এই সহযোগিতা চলচ্চিত্রশিল্পের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য ও শিল্পবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে। এই চুক্তি সেই লক্ষ্যে এক কৌশলগত পদক্ষেপ। বিএফআই আরও জানায়, তারা ইতোমধ্যে ভারতের স্বাধীন সিনেমা জগতের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছে।
২০২১ সাল থেকেই বিএফআই ও এনএফডিসি যৌথভাবে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ফোরামে কাজ করছে যেমন কান চলচ্চিত্র উৎসব ও ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের কো–প্রোডাকশন ফোরাম। নতুন এই চুক্তি সেই সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেবে।

বিজ্ঞাপন

পড়ুন : শিল্পা শেঠিকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলো মুম্বাই পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন