২১/০৬/২০২৫, ২৩:৪৪ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৪৪ অপরাহ্ণ

ব্রেইন কাজ করছে না তানিনের, বিকেলেই খুলে ফেলা হবে লাইফ সাপোর্ট

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা এক সপ্তাহের বেশি হলো লাইফ সাপোর্টে আছেন। দিন দুয়েক আগে তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছেন চিকিৎসকরা। কেননা তার ব্রেইন কাজ করছিলো না। তবে স্বামীর সিদ্ধান্ত না আসায় খোলা হয়নি লাইফ সাপোর্ট। দুই দিন পার হলেও সেই আগের অবস্থাতেই আছেন এই নায়িকা। জানা গেছে আজ বিকেলে খোলা হতে পারে সুবহার লাইফ সাপোর্ট। 

পারিবারিক সূত্রে আজ দুপুর ১২টার দিকে জানা গেছে, এরইমধ্যে পরিবারের সবাই হাসপাতালের রওনা দিয়েছেন। বিকেলে সুবহার স্বামী হাসপাতালে আসবেন। তারপর চিকিৎসকের সঙ্গে কথা বলে লাইফ সাপোর্ট খোলা হবে। তবে এরপর কোথায় নিয়ে যাবে এ বিষয় কোনো তথ্য জানা যায়নি।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই অভিনেত্রীকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। তবে এই কয় দিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আর বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। অভিনয়ের পাশাপাশি একটি পার্লার গড়ে তুলেছেন তানিন সুবহা।

পড়ুন: গাজীপুরের গাছা থানা ও কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন: মেহেরপুরে শিক্ষা অফিসারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন