তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন কং-রে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সতর্কতামূলকভাবে দেশটিতে শাটডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সব শহর ও কাউন্টিতে একটি দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর্থিক বাজারে লেনদেন বন্ধ এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।
এটি গত ৩০ বছরের মধ্যে আকারের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
দুপুর ২টার দিকে পাহাড়ি ও অল্প জনবহুল পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টি প্রায় পুরো দ্বীপকে প্রভাবিত করছে।
এক পর্যায়ে একটি সুপার টাইফুন কং-রে রাতারাতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে জানানো হয়। তবে এটি ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি (১৫৫ মাইল) বেগে বইছিল, যা গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের ঝুঁকি বিবেচনায় ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনের সমতুল্য শক্তিশালী।
এর আগে মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটিয়ে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এটি একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং তাইতুং কাউন্টিতে আঘাত করার আগে এটি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে৷
ঘূর্ণিঝড়বিষয়ক জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) বুধবার জানিয়েছে, ফিলিপাইন সাগরের ওপর দিয়ে বর্তমানে এটি উত্তর পশ্চিমে অগ্রস হচ্ছে। বুধবার এটি সুপার টাইফুনে রূপ নিয়েছে।
পূর্ব উপকূলের বাসিন্দাদের নিরাপদে থাকতে ও পর্যাপ্ত প্রস্তুতি নিতে সতর্ক করেছে তাইওয়ানের কর্তৃপক্ষ। এ ছাড়া বিভিন্ন স্থানে বিশেষ করে তাইপেতে বৃহস্পতিবার ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, টাইফুল বলা হয় মূলত প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে। এর প্রভাবে প্রতিবছর চীন, তাইওয়ান ফিলিপাইন ও জাপানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।