১৪/০৬/২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম

ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড়গুলোতে দ্বিতীয়দিনের মতো জ্বলছে দাবানল। তবে গতকালের চেয়ে বৃহস্পতিবার (১ মে) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আগুন নেভাতে ১০০টির বেশি দল কাজ করছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল ভয়াবহ দাবানলের কারণে যেসব সড়ক বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়া যেসব বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরও আবার সেখানে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “এখন পর্যন্ত আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি।” আগুনের পরিস্থিতি যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে তা যে কোনো সময় ঘুরে যেতে পারে।— সতর্ক করে তারা।

এই ভয়াবহ আগুনে দখলদকৃত জেরুজালেমের পাঁচ হাজার একর জায়গা পুড়েছে। যারমধ্যে ৩ হাজার ২০০ একর বনাঞ্চল। এরমধ্যে মোদি’ইনের কানাডা পার্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বুধবার সকালে জেরুজালেমের বিভিন্ন পাহাড়ে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

পড়ুন: নেতানিয়াহুর সঙ্গে বিরোধ, পদত্যাগ করছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান

দেখুন: ই/স/রা/ই/লে/র বিমান ঘাঁটিতে হা/ই/পা/র/স/নি/ক মি/সা/ই/ল 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন