17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

ভয়াবহ বন্যার পানিতে ভাসছে ১২ জেলা

স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে দেশের ১২ জেলা ভাসছে। মানবিক বিপর্যয় দেখা গিয়েছে দুর্গত অনেক এলাকায়। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় অন্তন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে।

ভারত থেকে আসা ঢল ও টানা ভারী বৃষ্টিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এসব জেলাগুলো হলো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

এবারের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর মানুষ। ফেনীতে দেখা গিয়েছে কোথাও বুকপানি আবার কোথাও গলাপানি।

নোয়াখালীতেও সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী-নোয়াখালী সড়কের একাধিক এলাকা। এখানে ১০ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি দেখা গিয়েছে। তলিয়ে গেছে কয়েক শ’ মাছের ঘের, আউশ ধান ও আমনের বীজতলা।

ব্রাহ্মণবাড়িয়ায়ও একই অবস্থা। ব্রাহ্মণবাড়িয়ার ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামের তিন উপজেলায় পানিবন্দি হয়েছেন প্রায় তিন লাখ মানুষ। কক্সবাজারে প্রায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দি।

এই স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। ফেনীতে একজন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া কক্সবাজারে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন