স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে দেশের ১২ জেলা ভাসছে। মানবিক বিপর্যয় দেখা গিয়েছে দুর্গত অনেক এলাকায়। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় অন্তন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে।
ভারত থেকে আসা ঢল ও টানা ভারী বৃষ্টিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এসব জেলাগুলো হলো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
এবারের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর মানুষ। ফেনীতে দেখা গিয়েছে কোথাও বুকপানি আবার কোথাও গলাপানি।
নোয়াখালীতেও সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী-নোয়াখালী সড়কের একাধিক এলাকা। এখানে ১০ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি দেখা গিয়েছে। তলিয়ে গেছে কয়েক শ’ মাছের ঘের, আউশ ধান ও আমনের বীজতলা।
ব্রাহ্মণবাড়িয়ায়ও একই অবস্থা। ব্রাহ্মণবাড়িয়ার ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামের তিন উপজেলায় পানিবন্দি হয়েছেন প্রায় তিন লাখ মানুষ। কক্সবাজারে প্রায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দি।
এই স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। ফেনীতে একজন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া কক্সবাজারে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।