২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ৫৪৫টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নেন।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রতি আসনের বিপরীতে ১২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। লিখিত পরীক্ষাটি ১০০ নম্বরের হয়ে থাকে, যেখানে ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে নির্ধারিত ছিল। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন অনুযায়ী, জীববিজ্ঞান থেকে ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়) থেকে ১০ নম্বর নির্ধারণ করা হয়েছিল। পরীক্ষার সময় ছিল এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে।
পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মোট ৫৪৫টি আসনের মধ্যে সাধারণ কোটায় ৫১৩টি, মুক্তিযোদ্ধা কোটায় ২৭টি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫টি আসন বরাদ্দ রয়েছে।
এনএ/