39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতা সজিব মাতুব্বরের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


ফরিদপুরের ভাঙ্গায় সন্ত্রাসী কর্মকান্ড এ বাড়ী দখলের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। শনিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তারেক আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভাংগার কোটপাড় এলাকায় তাদের তিনতলা বিশিষ্ট একটি ভবনসহ পৈত্রিক বাড়ী রয়েছে। বাড়িটি দীর্ঘদিন ধরে ভাড়া দেওয়া ছিল। পরিবারের লোকজন এলাকায় না থাকার কারনে ভাংগা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর বাড়ীটি দখলের চেষ্টা চালায়। গত ৫ আগষ্টের পর সজিব ও তার দলবল নিয়ে বাড়ীটির একটি অংশ দখল করে নেয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও তারা অজ্ঞাত কারনে কিছুই করেনি। বর্তমানে সন্ত্রাসী সজিব মাতুব্বরসহ কয়েক দুবৃর্ত্তরা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটির সদস্যরা। এই বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনিতো অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিকভাবে তাকে হেয় করতে একটি চক্র তার বিরুদ্ধে এমন মিথ্যাচার করছে।

এদিকে ফরিদপুর ভাঙ্গায় স্বেচ্ছাসেবক মোজেম্মেল হোসেন মিঠু জানান,

ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরের বিরুদ্ধে আনিতো অভিযোগ তদন্ত করে দেখা হবে। যদি তার বিরুদ্ধে আনিতো অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায় তাহলে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা অপহরণের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধেই | 

দেখুন:নবীগঞ্জ পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌফিক গ্রেফতার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন