ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কের ৬ লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শহরের চৌরাস্তায় মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।
এতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, পটুয়াখালী ফোরামের সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট রুহুল আমিন, জাতীয় নাগরিক পার্টির নেতা গাজী স্বপন।
এসময় বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যে অভূতপূর্ব পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক এই সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন অসংখ্য যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করলেও রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করছে। তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়ন দরকার। এ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পড়ুন : পটুয়াখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাব শেডে আগুনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন