16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

ভাবিনি কোটা আন্দোলনে এতোগুলো প্রাণ যাবে: প্রধানমন্ত্রী

কোটা আন্দোলনের প্রাণহানিতে মর্মাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, তিনি ভাবতে পারেননি, আন্দোলনকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হবে এবং এতোগুলো প্রাণ যাবে। দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানের তিনি বলেন, আন্দোলনের নামে ধংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যের অধিকাংশ সময় জুড়ে কথা বলেন, সাম্প্রতিক কোটা আন্দোলন এবং উদ্ভুত পরিস্থিতি নিয়ে। বলেন, এতো প্রাণহানি হবে ধারণা করতে পারেননি তিনি।

প্রধানমন্ত্রীর প্রশ্ন, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করে কী অর্জন? নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, স্থাপনা পাওয়া যাবে কিন্তু যে প্রাণ ঝরে গেলো, তা আর ফিরে পাওয়া যাবে না।

সরকার প্রধান বলেন, বিচার বিভাগীয় তদন্তে আরও দুই বিচারক নিয়োগ করে তদন্তের পরিধি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারের ভার দেন দেশবাসীর কাছে।

অনুষ্ঠানে ২২ জনের হাতে জাতীয় মৎস্য পদক তুলে দেন সরকার প্রধান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন