31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নেপালের কাঠমান্ডুতে ভারতকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এ ম্যাচ জয়ে বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

তিন গোলের দুটি তহুরা খাতুনের, আরেকটি আফিদা খন্দকারের। ভারতের গোলটি করেন অধিনায়ক বালা দেবী। ম্যাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। অন্যদিকে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ফলে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে খেলা কিছুটা শঙ্কায় পড়ে সাবিনারা। তবে ভারতের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স করে বাংলাদেশের মেয়েরা। ৩-১ গোলের জয় নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়নরা।

আজ বুধবার (২৩ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বল দখল, গতি কিংবা আক্রমণ; সবকিছুতেই এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধে পুরো সময় জুড়ে অসাধারণ ফুটবল খেলেছে বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে আফঈদা খন্দকার গোল করে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটে আসে দ্বিতীয় গোল। ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে গোল করেন তহুরা।

এরপর ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।

৪৩ মিনিটের মাথায় গোলরক্ষক রূপনা চাকমার ভুলে একটি গোল পরিশোধ করে ভারত। দূরপাল্লার একটি শট গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে হেড দিয়ে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।

বিরতির পর দুই দলেরই আক্রমণের ধার কিছুটা কমে যায়। ভারত গোলের কয়েকটি সুযোগ পায়। প্রতিবারই বাধা হয়ে দাড়ান গোলরক্ষক রূপনা চাকমা। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল পায়নি। ৩-১ স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করে।

‘এ’ গ্রুপে বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন