দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে পাকিস্তান।
দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিলে পাকিস্তান। বিশেষ করে ফারহানের ঝোড়ো ফিফটিতে শক্ত ভিত পেয়েছিল তারা। তবে মিডল অর্ডার ব্যাটাররা একেকজন যেন রীতিমতো আত্মহত্যা করলেন! সালমান আলি-মোহাম্মদ হারিসদের ব্যর্থতায় দেড়শর আগেই অলআউট পাকিস্তান।
এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এবারের এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই বিবর্ণ। অন্যদিকে রীতিমতো আকাশে উড়ছে ভারতীয় ক্রিকেট দল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ভারত অনেকটা এগিয়ে থাকলেও পাকিস্তানকে একেবারে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কেননা অতীত ইতিহাস বলে, ফাইনাল ম্যাচেই জ্বলে ওঠে পাকিস্তান দল।
চলতি এশিয়া কাপে এর আগে দুবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। একবার মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে, আর দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল সুপার ফোরে। তবে দুই ম্যাচেই ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তান।


