26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

ভারতীয় নায়িকা রাখির মন ভাঙলেন পাকিস্তানি অভিনেতা দোদি

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় থাকেন । তাই ভারতীয় এই নায়িকা দর্শকের কাছে ‘ড্রামা কুইন’ হিসেবেই সর্বাধিক পরিচিত। দু-দুবার সংসার জীবন শুরু করলেও তা টিকেনি। 

রাখি জানিয়েছিলেন, ইসলামিক রীতি মেনেই বিয়ে হবে তাদের। পরে তিনি ভারতে একটি রিসেপশনের আয়োজন করবেন এবং হানিমুনে নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে যাবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু, নায়িকার এত সব প্ল্যানের পর ভেস্তে গেল সবকিছু। শোনা যাচ্ছে, রাখিকে বিয়ে করতে অস্বীকার করেছেন দোদি খান।

পাকিস্তানি অভিনেতা-ব্যবসায়ী দোদি বিয়ে করতে অস্বীকার করায় মন ভেঙেছে রাখির। বৃহস্পতিবার রাতে, দোদি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তিনি রাখিকে বিয়ে করতে চান না। যা শুনে রেগে যান রাখি-ভক্তরাও।

অনেকেই বলছেন, এটা ভারতীয় অভিনেত্রীর অনুভূতিতে আঘাত।

কেউবা লিখেছেন, ‘প্রথমে না ভেবেই কি প্রপোজ় করে দিয়েছিলেন? মিডিয়ার কথা চিন্তা না করে আপনি রাখিকে বিয়ের পর সুখী জীবনযাপন করতে পারতেন। মানুষ সমালোচনা করবেই। তাই বলে বিয়ে ভাঙা ঠিক নয়।

রাখিকে দেওয়া প্রেম প্রস্তাব প্রসঙ্গে দোদি বলেন, কিছু দিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার একটি ভিডিও দেখেছিলেন। যেখানে আমি রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। যখন আমার সঙ্গে তার পরিচয় হয়, তখন মনে হয়েছিল তিনি এমন একজন মানুষ, যিনি ঈশ্বরকে খুব ভালোবাসেন। তিনি তার জীবনে অনেক উত্থান-পতনও দেখেছেন। বাবা-মাকে হারিয়েছেন ঠিকই, কিন্তু যতদিন তারা বেঁচেছিলেন দেখাশোনা করেছেন। আমার খুব ভালোলেগেছিল ওকে। তাই প্রস্তাব দিয়েছিলাম।

পড়ুন:মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়

দেখুন:বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা, ভারতের কপালে চিন্তার ভাঁজ? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন