23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ী এলাকায় বিজিবি একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চারাগাঁও বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন ভারতীয় ৫,১২৭টি শার্টপিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১,২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০,৪৩০ মিটার পাঞ্জাবীর কাপড় এবং ৯,০০০ পিস কসমেটিক সামগ্রী স্কীন সানরাইজ ক্রীম জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক স্থানে সীমান্ত পিলার-১২৯৪/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত পণ্য সুনামগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা‌ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

এনএ/

দেখুন: বাংলাদেশে কবে বন্ধ হবে ভারতীয় টিভি চ্যানেল? শুনানি জানুয়ারিতে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন