ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দরাবাদে আগামী ১২ অক্টোবর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। জানা গেছে, এ ম্যাচের মাধ্যমে নিজের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন রিয়াদ। ইতিমধ্যে বিসিবিকে নিজের অবসর ভাবনা জানিয়েছেন বলে জানা যায়।
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও দু’এক বছর দেখা যেতে পারে অভিজ্ঞ এই রিয়াদকে।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।
দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।
এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিও ছাড়ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে বিদায় নিতে পারেন তিনি।