20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ভারতের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল শান্ত বাহিনী। তবে প্রথম টেস্টে প্রত্যাশার ধারের কাছেও যেতে পারেনি বাংলাদেশ দল। চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় ভারত। এতে বাংলাদেশকে ফলোঅন করানো সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৪ রান। জবাব দিতে নেমে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ২৮০ রানের বড় ব্যবধানে হেরে যায় শান্ত বাহীনি।

রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দেখে শুনে খেলতে থাকেন সাকিব-শান্ত।

তবে চতুর্থ দিনে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ৫২তম ওভারে অশ্বিনের বলে ক্যাচ আউট হন তিনি। ৫৬ বলে ২৫ রান করেন তিনি। এরপর ক্রিজে এসে ১০ বলে মাত্র ১ রান করে জাদেজার বলে ক্যাচ তুলে দেন লিটন দাস। মাত্র ৬ রান করে ফিরে যান মিরাজও।

এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন অধিনায়ক শান্ত। কিন্তু ৮২ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর তাসকিন আহমেদ ৫ রানে এবং ৭ রান করে হাসান মাহমুদ আউট হলে ২৩৪ রানে অলঅউট হয় বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। তিন উইকেট নেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। এ ছাড়াও ১ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন