টানাপোড়েন সত্ত্বেও ভারতের কাছে বেলআউট চেয়েছে মালদ্বীপ। দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে অর্থনৈতিক এই সংকটে ভারত তাদের সাহায্যে এগিয়ে আসবে।
গত বছরের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, এই প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে ভারত গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। পাঁচ দিনের সফরে ভারতের কাছে কয়েকশ মিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের জন্য অনুরোধ জানিয়েছেন মইজ্জু।
গত মাসে মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ দিয়ে দেড় মাসের আমদানির খরচ মেটানো সম্ভব। এমন পরিস্থিতিতে ভারত বেল আউট দিলে, তা মালদ্বীপের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে।
প্রসঙ্গত, ‘বেল আউট’ হচ্ছে দেনার দায়ে বা মূলধন সংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে কোনো দেশ বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে আর্থিক সহায়তা করা।