ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের গুজরাট। প্রবল বৃষ্টিতে রাজ্যটির বিশ্বামিত্রি নদীর পানি বিপৎসীমার ৯ ফুট উপর দিয়ে বইছে। ফলে নদীর পানি ঢুকে পড়েছে বরোদা এবং আশপাশের নিচু এলাকাগুলোতে।
গত তিন দিন ধরে বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপরে। এতে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে সরানো হয়েছে ১৮ হাজার মানুষকে।
তিন দিনে রাজ্যটি থেকে অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নদীর পানির সঙ্গে কুমির, সাপ ঢুকে পড়েছে লোকালয়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
-বিজ্ঞাপন-