ভারতের ছত্তিশগড় রাজ্যে বন্দুকযুদ্ধে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাজ্যের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনে এ ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে, মাওবাদীদের জড়ো হওয়ার খবর জানতে পেয়ে গত বৃহস্পতিবার গোভেল নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের যৌথ অভিযানে পাঠানো হয়। এদিন দুপুরে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। সেখানে নেন্দুর-থুলথুলিতে গোলাগুলি শুরু হয়। এতে ৩৬ মাওবাদী সদস্যরা নিহত হয়।
অন্য মাওবাদী সদস্যরা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তাদের বিরুদ্ধেও অভিযান চলছে। অভিযানে বেশ কয়েকটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।