০৯/০৭/২০২৫, ০:০৮ পূর্বাহ্ণ
25 C
Dhaka
০৯/০৭/২০২৫, ০:০৮ পূর্বাহ্ণ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পর, আজ ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে দুর্দান্ত খেলছেন সাবিনা-মনিকারা। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেয় সাবিনারা। শেষদিকে বাংলাদেশ ফের ব্যবধান বাড়ানোর পর একটি গোল শোধ করেছে ভারতীয় মেয়েরা। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে আছে ৩-১ গোলে।

প্রথমার্ধ পুরো সময় জুড়ে অসাধারণ ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৮ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে আফঈদা খন্দকার গোল করে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটে আসে দ্বিতীয় গোল। ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে গোল করেন তহুরা।

এরপর ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।

উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারায় ভারত। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে উঠে। বাংলাদেশকে সেমিতে খেলতে হলে আজ ভারতের বিপক্ষে ড্র করলেই চলবে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন