ভারতের লোকসভায় ছয় সপ্তাহে সাত পর্বের ভোট শেষে গণনা শুরু হয়েছে সকালে। আজই জানা যাবে ফল। প্রায় ৩শ আসনে এগিয়ে মোদীর এনডিএ জোট। তবে এক্সিট পোলকে ভুল প্রমাণ করে দৃঢ় অবস্থানে আছে কংগ্রেস-জোট। চমক জাগিয়ে উত্তর প্রদেশে ইন্ডিয়া জোট এগিয়ে। এমনকী পশ্চিমবঙ্গেও বুথফেরতের আভাসের চেয়ে ভালো অবস্থায় তৃণমূল কংগ্রেস।
ভারতের রাজনীতিতে কথায় আছে উত্তর প্রদেশ যার, দিল্লি তারই। আর সবচেয়ে বেশি লোকসভা আসন নিয়ে এই প্রদেশটি বিজেপির ঘাঁটি। কিন্তু ভোট গণনা এগোনোর সাথে সামনে আসছে উল্টো ছবি। এখানে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।
সপ্তম দফা ভোটগ্রহণের পরই এক্সিট পোলসহ বিভিন্ন জরিপ ও সমীক্ষায় মোদির বিজেপি তথা এনডিএর জয়জয়কারের কথা বলা হয়েছিল। তবে বাস্তব চিত্র ভিন্ন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে তিনশর কাছাকাছি আসনে। আর কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে প্রায় সোয়া দুইশ আসনে। অন্য দল এগিয়ে ২১ আসন। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।
এদিকে উত্তর প্রদেশের ৮০টি আসনের পর যে রাজ্যে সবচেয়ে বেশি আসন তা হলো পশ্চিমবঙ্গে ৪২টি। ৩২টিতেই এগিয়ে মমতা বন্দোপাধ্যায়ের দল। এছাড়া ওড়িশায় এগিয়ে বিজেপি। চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির এগিয়ে অন্ধ্রপ্রদেশে।
ভারতের উত্তর প্রদেশের বারানসিতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে রয়েছেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বেরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন।
কেরালার থিরুভানান্থাপুরম আসনে কংগ্রেসের প্রভাবশালী প্রার্থী শশী থারুর ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় এর আগে কখনো লোকসভার কোনো আসনে জেতেনি বিজেপি।