টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতে। দেশটির উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জন ও হিমাচল প্রদেশে গত দুই সপ্তাহে ২২ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর প্রদেশের ১২টি জেলার ৬র বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা বিধ্বস্ত এসব জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে, দুইজন পানিতে ডুবে এবং একজনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে।
পানিবন্দি এলাকায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। রাজ্য জুড়ে বন্যাকবলিত এলাকায় ৭১২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বন্যায় ভোগান্তিতে আছেন হিমাচল প্রদেশের বাসিন্দারাও। বৃষ্টির কারণে এই রাজ্যে দুই সপ্তাহে ২২ জনের মৃত্যু হয়েছে।